চাঁদপুরে চিকিৎসক করোনা আক্রান্ত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘এই চিকিৎসকসহ জেলায় মোট চার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ছাড়া বাকি তিনজনই নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নদী পথে আসা ৮২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও, করোনা সন্দেহে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন আট জন।’
নারায়ণগঞ্জ থেকে গোপনে লকডাউন ভেঙে আসার কারণে চার জন করোনা রোগী পাওয়া গেছে দাবি করে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘আমরা নৌপথে আরও কঠোর নিরাপত্তা জোরদার করতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছি। তারা আজ থেকে এই দায়িত্ব পালন করবেন।’
তবে চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কোনো করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা সময় তিনি আক্রান্ত হন।’
Comments