ঘরে থাকুন, সুস্থ থাকুন: পরিষ্কার রাখুন ব্যবহার্য জিনিসপত্র
কাপড় ও হাতের পাশাপাশি আংটি, ব্রেসলেট, ঘড়ি, মোবাইল ফোন বা এমনকী ওয়ালেটের মতো আনুষঙ্গিক ব্যবহার্য জিনিসপত্রও জীবাণুমুক্ত করা প্রয়োজন।
বিশেষজ্ঞরা সাবান দিয়ে হাত ধুয়ে বা হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর ঝুঁকি কমানোর পরামর্শ দিয়েছেন। হাতের সঙ্গে সবসময় ব্যবহার করা এসব প্রয়োজনীয় জিনিসপত্রও জীবাণুমুক্ত করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার কাওসার আলম বলেন, ‘লকডাউন চলাকালে আমরা ঘরেই আছি। তবে আমাদের কারো কারো প্রয়োজনীয় পণ্য কিনতে বাইরে যেতে হয়। সেক্ষেত্রে আমরা মাস্ক পরি এবং ঘরে ফিরেই সঠিকভাবে হাত ধুই। তবে আমরা খুব কমই আমাদের ব্যবহার্য আনুষঙ্গিক জিনিসপত্র জীবাণুমুক্ত করি। এগুলো জীবাণুমুক্ত করা খুবই জরুরি।’
তিনি জানান, এগুলো সংক্রামক ভাইরাস বহন করে শরীরে ছড়িয়ে দিতে পারে। ভাইরাস ফোন থেকে হাতে এবং ব্যবহার করার সময় কানেও যেতে পারে।
স্যানিটাইজার বা অ্যালকোহল প্যাড দিয়ে মোবাইল ফোন মুছে ফেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমাদের চোখ, কান, নাক এবং মুখ খুব কাছাকাছি। তাই এভাবে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি।’
যারা চশমা ব্যবহার করেন তাদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। কেননা ব্যবহারকারী প্রায়ই তাদের চশমা ধরে থাকেন। কাওসার আলম বলেন, ‘এটা (চশমা) বারবার জীবাণুমুক্ত করা উচিত।’
এছাড়াও তিনি বেল্ট, মানিব্যাগ, কানের দুল, চুড়িসহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র একই পদ্ধতিতে স্যানিটাইজ করার পরামর্শ দেন।
আরও পড়ুন: ঘরে থাকুন, সুস্থ থাকুন: পত্রিকা পড়ে সঠিক তথ্য জানুন
Comments