‘জীবন হারানোর ঝুঁকি আছে’ এমন ওষুধ ব্যবহার করতে বলছেন ট্রাম্প
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করতে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বেশ কয়েকবার বলেছেন, এটা ব্যবহার করলে কোভিড-১৯ রোগ ভালো হয়ে যাবে। তা ছাড়া, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করলে ক্ষতির কিছু নেই। উত্তরে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. প্যাট্রিস হ্যারিস বলেছেন, ‘করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করলে জীবন হারানোর ঝুঁকি আছে।’ সিএনএনকে একথা বলেছেন তিনি।
হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধের বিষয়ে ডা. প্যাট্রিস হ্যারিস বলেন, ‘এই ওষুধ ব্যবহারের মিশ্র ফল পাওয়া যাচ্ছে। ল্যাবে এই ওষুধ কাজ করা মানে এই নয় যে এটি রোগীদের ক্ষেত্রেও কাজ করবে। ওষুধটির নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এতে রোগীর মৃত্যু হতে পারে।’
‘এটি একটি নতুন ভাইরাস। প্রমাণিত নয়, এমন কোনো ওষুধ বা প্রতিষেধক ব্যবহারের পরামর্শ দেওয়া আমাদের উচিত নয়’, বলেন তিনি।
যদি কেউ করোনাভাইরাস আক্রান্তের চিকিৎসায় একসঙ্গে হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন ওষুধ ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মতামত কী,— জানতে চাইলে ডা. প্যাট্রিস হ্যারিস সিএনএনকে বলেন, ‘আমি এটি ব্যবহারের পরামর্শ দেবো না। এ ছাড়া, এটি কোভিড-১৯’র জন্য মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কর্তৃক অনুমোদিতও নয়। তাই আমি এটি ব্যবহারের পারমর্শ দেবো না।’
উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮৭ হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৬৯১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৯ হাজার ৭৬২ জন।
এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৬০৮ জন। এদের মধ্যে ৬ হাজার ৩৬৭ জনই নিউইয়র্ক শহরের। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩২ হাজার ১১০ জন।
Comments