সাভারে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন
সাভারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।
আজ রবিবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এক মাস ধরে সে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিল। ১২ দিন আগে তাকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক দেখানো হয়। আজ সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।’
ডা. মোহাম্মদ সায়েমুল হক জানান, করোনা উপসর্গ থাকায় ওই কিশোরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দাফন করা হয়। প্রশাসনের সহযোগিতায় বাড়িটি লকডাউন করা হয়েছে।
Comments