সুনামগঞ্জ লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটি গণবিজ্ঞপ্তি জারি করে লকডাউন ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

আজ রোববার বিকেলে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয়, আঞ্চলিক সড়ক, মহাসড়ক কিংবা নৌপথে অন্য কোন জেলা থেকে সুনামগঞ্জ জেলায় প্রবেশ কিংবা এ জেলায থেকে অন্য কোথাও যাওয়া যাবে না।

এছাড়াও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, লকডাউনে সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর মধ্যে পড়বে না এবং পূর্বের ঘোষিত সামাজিক দূরত্ব বিষয়ক সব বিজ্ঞপ্তি বলবৎ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রোববার সকালে সুনামগঞ্জ জেলায় প্রথম একজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

16m ago