ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরি করছে ওয়ালটন
করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের সুরক্ষায় দেশে প্রথমবারের মতো ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরি শুরু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। শনিবার, স্বাস্থ্য অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে এক হাজার ফেস শিল্ড এবং সুরক্ষা চশমা হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের নির্বাহী পরিচালক গোলাম মুর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটাই দেশে ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরির প্রথম উদ্যোগ।’
ওয়ালটন জানায়, দেশে কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান প্রোটেকটিভ স্যুট, মাস্ক, গ্লাভস, শু কভার, হেডক্যাপের মতো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরি করলেও ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরি কিছুটা জটিল হওয়ায় কেউই সেটা শুরু করেনি।
মুর্শেদ বলেন, ‘সফলভাবে সুরক্ষা চশমা ও ফেস শিল্ড তৈরির পর এখন পিপিইর সবগুলো সামগ্রীই বাংলাদেশে তৈরি হচ্ছে। পরবর্তীতে পিপিই রপ্তানির বিষয়টিও বিবেচনা করা যাবে।’
ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরির জন্য আগেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়েছে ওয়ালটন। আন্তর্জাতিক মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সঙ্গে যোগাযোগ রেখেছে ওয়ালটন।
গত ৩১ মার্চ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগিতায় মেডট্রোনিক থেকে পেটেন্ট, নকশা ও ভেন্টিলেটরের সোর্স কোড পেয়েছে ওয়ালটন।
Comments