‘২০১৯ বিশ্বকাপের ফাইনাল ক্রিকেটের সবচেয়ে নাটকীয় ম্যাচ’

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে নিজ দলের খেলা ওই ফাইনালটিকে ক্রিকেটের সবচেয়ে নাটকীয় ম্যাচের তকমা দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মর্গ্যান।
morgan
ছবি: রয়টার্স

নির্ধারিত ৫০ ওভারে ম্যাচের ফয়সালা হলো না। দুদলের স্কোর সমান হওয়ায় লড়াই গড়াল সুপার ওভারে। সেখানেও আলাদা করা গেল না কাউকে। ফের টাই। নাটকীয়তা আর কাকে বলে! ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে নিজ দলের খেলা ওই ফাইনালটিকে ক্রিকেটের সবচেয়ে নাটকীয় ম্যাচের তকমা দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মর্গ্যান।

গেল বছর জুলাইতে লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল অবিস্মরণীয় এক লড়াই। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সুপার ওভার মিলিয়ে মোট ১০২ ওভার মাঠে গড়িয়েছিল। তবুও ম্যাচের নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত বেশি সংখ্যক বাউন্ডারি মারার নিয়মে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে ইংলিশরা। আরও একবার হতাশায় পুড়তে হয় কিউইদের।

চরম উত্তেজনাপূর্ণ ওই ফাইনাল ম্যাচটি স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে ক্রিকেট ইতিহাসের পাতায়। ইংল্যান্ডের সীমিত ওভারের সংস্করণের অধিনায়ক মর্গ্যানের কাছে অবশ্য ম্যাচটির স্থান একেবারে শীর্ষে। বিশ্বজয়ের রোমাঞ্চকর মুহূর্তের স্মরণীয় স্মৃতি রোমন্থন করে তিনি বলেছেন, ‘আমার মতে ফাইনালটি ক্রিকেটের সবচেয়ে নাটকীয় ম্যাচ। আর সম্ভবত এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সেরা ক্রিকেট ম্যাচ এটি।’

গেল ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ নিলাম। প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলে টেনেছে বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান মর্গ্যানকে। ফ্র্যাঞ্চাইজি দলটির অফিসিয়াল ওয়েবসাইটকে সম্প্রতি তিনি বলেছেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যাত্রাপথের গল্প, ‘এটা ভাবতেই দারুণ লাগে। আমি মনে করি, আমাদের ভ্রমণটা ছিল দুর্দান্ত। ২০১৫ বিশ্বকাপের আসরটা আমাদের হতবুদ্ধি করে দিয়েছিল। আমরা হতাশাজনকভাবে বিদায় নিয়েছিলাম (প্রথম রাউন্ড থেকে)।’

‘এরপর আমাদের নতুন যাত্রা শুরু হয়। নতুন এক ঝাঁক অসম্ভব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আগে যে ঘরানার ক্রিকেট খেলতাম তা আমরা চার বছরের মধ্যে বদলে ফেলি, এটা অসাধারণ। আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা ও জ্ঞান বাকিদের জানাতে সমর্থ হই। আর একদল দারুণ সাপোর্ট স্টাফ ইতিবাচকভাবে আমরা কী করছি তা নিয়ে প্রশ্ন করে গেছেন ক্রমাগত, যেন আমরা নিজেদের কাজের দায়ভার নেই। গেল বছরের বিশ্বকাপে এই সবকিছুর সম্মিলিত একটা ফল আমরা দেখতে পেয়েছি।’

Comments

The Daily Star  | English

Trump and Harris meet in high-stakes debate

With only 56 days left before the November 5 election, the intense spotlight will be a rare opportunity for both candidates to shift the balance in what polls show is an almost evenly split contest.

24m ago