হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Boris Johnson.jpg
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রয়টার্স ফাইল ছবি

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর পরবর্তী চিকিৎসা চেকার্সে তার গ্রামের বাড়িতে হবে।

ওই মুখপাত্রের বরাতে রয়টার্স জানায়, হাসপাতালের পরামর্শ অনুযায়ী, এখনই কাজে ফিরছেন না প্রধানমন্ত্রী জনসন।

সার্বক্ষণিক চিকিৎসা সেবার জন্য সেন্ট টমাস হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জনসন।

গত ২৭ মার্চ ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। মৃদু উপসর্গের কারণে তখন তিনি হোম আইসোলেশনে চলে যান। ১০ দিন পর তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী জনসন আইসিইউতে তিন রাত কাটিয়েছেন। তবে ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউ থেকে সরিয়ে আনা হয়। এখন তিনি অল্প হাঁটাচলা করতে পারছেন।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago