নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজন আইসোলেশনে, ২২ পরিবার লকডাউন

নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছরের ‌এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছরের ‌এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মজিরখিল গ্রামের ২২টি পরিবারকে লকডাউনের নির্দেশ দেয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার।

জানা যায়, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ব্যক্তি রাজধানীর কেরানীগঞ্জে মটর মেকানিক হিসেবে কাজ করতেন। গত ২৫ মার্চ তিনি বাড়িতে ফেরেন। ৪-৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। খবর পেয়ে ইউএনও তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার ব্যবস্থা করেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. মতিউর রহমান জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় রোববার বিকেলে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো  হবে।

 

 

Comments

The Daily Star  | English
Normalcy returning to garment sector

Govt to update US on labour rights

Bangladesh will write to the US government about the improvement in working conditions and the steps it has taken to enhance labour rights, said a top government official today.

18m ago