গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার বাহারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সুজন শেখ (২৫) নাম এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের পশ্চিম বাহারা এলাকায় সংঘর্ষে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুজনের বাবার নাম মজিবর শেখ। গ্রামবাসী জানায়, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শেখ পরিবার ও মাতু্ব্বর পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। শেখ পরিবার বলেছে, সরকার যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে তাই মসজিদে পাঁচ জন নামাজ পড়বে। মাতুব্বর পরিবার বিরোধীতা করে বলে, মসজিদে সবাই নামাজ পড়বে। এ নিয়ে তর্কের এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মকসেদপুর থানার উপপরিদর্শক নব কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়, কাউকে আটক করা হয়নি।’
Comments