শ্বশুরের অ্যাম্বুলেন্সে মাদকদ্রব্য কিনতে এসে জামাই আটক
করোনা সংক্রমণ রোধে লালমনিরহাটে সব ধরনের যানবাহন প্রবেশ ও জেলা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি জেলার ভেতরেও যান চলাচল বন্ধ। তবে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সসেবা চালু রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে মাদকসেবন করতে এসে ধরা পড়েছে দুই যুবক।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী লতাবর কাউয়ার বাজার গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সসহ তাদের দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। সেসময় তাদের কাছ থেকে তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর কোতোয়ালি থানার ধাপ হাজীপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে হাফিজুর রহমান পাভেল (২৬) ও উত্তম মৌলভী পাড়া এলাকার হাশেম আলীর ছেলে মুন্না ইসলাম (২৩)।
পুলিশ জানায়, হাফিজুর রহমান পাভেল শ্বশুরের অ্যাম্বুলেন্সে (নওগাঁ-ছ-১১-০০০৯) রংপুর থেকে রোগী নিয়ে আসেন কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোড়ল গ্রামে। সেখানে রোগী নামিয়ে ফেন্সিডিল কিনতে আসে লতাবর গ্রামের মৃত নিপিনের ছেলে বিরেশন চন্দ্রের বাড়িতে। ফেন্সিডিল কেনার পরপরেই এলাকার লোকজন তাদের আটকে রেখে পুলিশকে জানায়।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’
Comments