আজ থেকে মৌলভীবাজার লকডাউন

Moulavibazar_Map
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, বিকাল ৫টা থেকে লকডাউন কার্যকর হবে। এই সময়ের পরে মৌলভীবাজার থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। অন্য জেলা থেকে কেউ প্রবেশ করতে দেওয়া হবে না। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক এবং নৌপথ মনিটরিংয়ের আওতায় থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে। এই নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ এপ্রিল রাজনগরের আকুয়া গ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

15m ago