বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি: লাউতারোর মুখপাত্রর ভাই

অনেক দিন থেকে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ফুটবলপাড়ায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন গুঞ্জন। আর সে গুঞ্জন যে অনেকটাই সত্যি তা জানালেন লাউতারোর মুখপাত্র রোনালদো জারাতের ভাই সের্জিও জারাতে।
ফাইল ছবি: এএফপি

অনেক দিন থেকে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ফুটবলপাড়ায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন গুঞ্জন। আর সে গুঞ্জন যে অনেকটাই সত্যি তা জানালেন লাউতারোর মুখপাত্র রোনালদো জারাতের ভাই সের্জিও জারাতে।

লাউতারোর মূল মুখপাত্র আলবার্তো ইয়াকের আর্জেন্টাইন প্রতিনিধি হিসেবে কাজ করেন রোনালদো জারাতে। তাই স্বাভাবিকভাবেই তার ভাই সের্জিও খুব কাছ থেকেই দেখছেন তাদের গতিবিধি। লাউতারোকে নিয়ে কারা কেমন আগ্রহ দেখাচ্ছেন খুব ভালো করে জানেন। সে অভিজ্ঞতা থেকেই সম্প্রতি ইতালিয়ান গণমাধ্যম এসওএস ফান্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন লাউতারোর পরবর্তী গন্তব্যের কথা, 'লাউতারো বর্তমানে ইন্টার মিলানে খেলছে, কিন্তু অনেকে বিশ্বাস করেন পরের বছর তার স্পেনে খেলার সম্ভাবনা বেশি। বার্সেলোনায় যোগ দেওয়ার বড় সুযোগ রয়েছে। তবে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিবে খেলোয়াড়ই।'

রোনালদো ও সের্জিও দুই ভাই-ই খেলেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। তাই পেশাদার ফুটবলটা খুব ভালো করেই জানেন ও বোঝেন। তাই মেসির সঙ্গে বার্সেলোনায় খেললে লাউতারো নিজেকে সেরাদের কাতারে নিতে পারবেন বলে বিশ্বাস করেন সের্জিও, 'সে একজন দারুণ মেধাবী খেলোয়াড়। লিওনেল মেসির সঙ্গে খেললে, আমার মনে হয় তার সেরাদের কাতারে যাওয়ার সুযোগটা বেশি থাকবে। আর মূল ব্যাপারটি হচ্ছে মেসিও তাকে বার্সেলোনায় চাচ্ছে, যেটাই তার স্বপ্ন সত্যি করে দিতে পারে।'

ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা লুইস সুয়ারেজের বিকল্প ফরোয়ার্ডের খোঁজ অনেক দিন থেকেই করছে বার্সেলোনা। বিকল্প হিসেবে অনেক নামই এসেছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি গুঞ্জন লাউতারোকে নিয়েই। ইন্টার মিলানের এ ফরোয়ার্ডকে কিনতে এর মধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। যদিও এর বিস্তারিত এখনও জানা যায়নি। তবে লাউতারোর রিলিজ ক্লজ ১১১ মিলিয়ন পাউন্ড। বার্সেলোনার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদও তাকে পেতে আগ্রহী। 

রেসিং থেকে ২৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দেন লাউতারো। এরপর ক্লাবের হয়ে ৬৬টি ম্যাচে করেছেন ২৫ গোল। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে ২৪৩৭ মিনিট খেলে গোল করেছেন ১৬টি। পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছেন।

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

54m ago