তাস খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত, চললো ২০ রাউন্ড গুলি

গোপালগঞ্জের সদর উপজেলায় তাস খেলা নিয়ে সংঘর্ষে আজর ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামে এ সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জের সদর উপজেলায় তাস খেলা নিয়ে সংঘর্ষে আজর ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামে এ সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজর ফকির ওই গ্রামের মৃত হামেদ ফকিরের ছেলে। গ্রামবাসী জানায়, গতকাল বিকালে বনগ্রামের বিলের ভেতরে পুকুর পাড়ে মধ্যপাড়ার কয়েকজন যুবক তাস খেলছিল। সে সময় পশ্চিমপাড়ার কয়েকজন যুবক বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আজ দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সংঘর্ষে নিয়ন্ত্রণ করতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়েছে। বনগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন, তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

Comments