জুয়ার আসর বন্ধ করায় গোপালগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ সদরের বনগ্রামে জুয়ার আসর বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজর ফকির নামের এক জন নিহত এবং ১০ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া

গোপালগঞ্জ সদরের বনগ্রামে জুয়ার আসর বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজর ফকির নামের এক জন নিহত এবং ১০ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলিও ছোড়েন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি ঘোষণা উপেক্ষা করে সদর উপজেলার বনগ্রাম মধ্যপাড়ায় বিলের মধ্যে কয়েকদিন ধরে জুয়ার আসর বসছে। গতকাল সন্ধ্যায় ওই জুয়ার আসর উচ্ছেদ করে বনগ্রাম পশ্চিমপাড়ার একদল যুবক। তখন মধ্যপাড়া এলাকার জুয়াড়িদের সঙ্গে পশ্চিমপাড়ার যুবকদের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে।

এর জের ধরে আজ সকালে বনগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা ও করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ান এলাকায় মাইকিং করে মধ্যপাড়া ও পূর্বপাড়ার লোকজন একত্রিত করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Dummy candidates

Placing dummies as alternatives disenfranchises voters

We are witnessing an engineered intra-party contest as most of the independents belong to the ruling party.

5h ago