কুড়িগ্রাম ও পিরোজপুরে প্রথম করোনা রোগী, বরিশালে আরও ১ জন
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরের করোনা শনাক্ত হয়েছে। রৌমারী উপজেলার টাপুরচর এলাকার এই কিশোর জেলার প্রথম শনাক্ত করোনা রোগী বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
তিনি জানান, ওই কিশোর ১৫ মার্চ ঢাকার সাভারে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। ৬ এপ্রিল সে বাড়িতে ফিরে আসে। এরপর জ্বর, সর্দি, হাঁচি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হওয়ার পর তার বাড়ি লকডাউন করে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে দক্ষিণের জেলা পিরোজপুরেও প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ৩০ বছর বয়সী যুবকের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়।
আমাদের পিরোজপুর সংবাদদাতা জানান, ওই ব্যক্তি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়া এসেছেন। করোনা উপসর্গ নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার পর শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়।
ওই ব্যক্তি যেসব এলাকায় ঘুরেছেন, সেই এলাকাগুলো লকডাউন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বরিশালের গৌরনদীতে ৬০ বছরের এক প্রৌঢ়ার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে, বরিশালে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল তিন জনে।
গৌরনদীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বরাত দিয়ে আমাদের বরিশাল সংবাদদাতা জানান, ওই প্রৌঢ়া সম্প্রতি জ্বর-সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে বরিশালে নিজের বাড়িতে ফিরেছেন। ১১ এপ্রিল গৌরনদী উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার জানান, আক্রান্তের বাড়িসহ তার সঙ্গে যোগাযোগ আছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
Comments