কিশোরগঞ্জে ২ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৪
কিশোরগঞ্জে দুই চিকিৎসকসহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই দুই চিকিৎসক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
সিভিল সার্জন জানান, দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত অপর দুজন পাকুন্দিয়া ও ভৈরব উপজেলার বাসিন্দা।
চিকিৎসকদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। খুঁজে বের করে তাদেরকেও হোম কোয়ারেন্টিনে নেওয়া হবে।
Comments