শরীয়তপুরে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫
শরীয়তপুরে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ জন। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত চার জনের মধ্যে তিন জন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এবং আরেকজন ঢাকার আজিমপুর থেকে শরীয়তপুরে এসেছেন।
নারায়ণগঞ্জ থেকে ফেরা ওই তিন জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান শরীয়তপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান। প্রয়োজন হলে তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে বলে জানান তিনি।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান জানান, ঢাকার আজিমপুর থেকে জাজিরায় আসা এক ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, রোগীর শারীরিক অবস্থা আশাব্যঞ্জক নয়। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। তাই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতোমধ্যে এ ঘটনায় স্থানীয় প্রশাসন শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার দুটি গ্রামের প্রায় ৮২টি পরিবারকে লকডাউনের আওতায় এনেছে।
Comments