চাঁদপুরে করোনা ঝুঁকি বাড়ছে

করোনা আক্রান্ত রোগীসহ নারায়ণগঞ্জ জেলা থেকে নৌ পথে চাঁদপুরে কয়েক হাজার মানুষ প্রবেশ করায় এই জেলার করোনা ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে এক চিকিৎসকসহ ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
চাঁদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। ছবি: স্টার

করোনা আক্রান্ত রোগীসহ নারায়ণগঞ্জ জেলা থেকে নৌ পথে চাঁদপুরে কয়েক হাজার মানুষ প্রবেশ করায় এই জেলার করোনা ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে এক চিকিৎসকসহ ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে চাঁদপুর জেলা লকডাউন আছে। কিন্তু, লকডাউন মানছেন না অনেকেই। বিশেষ করে শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়ে সিএনজি বা অটো চালিয়ে আয়ের চেষ্টা করছেন। তবে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনেও কঠোর অবস্থানে আছেন।

আজ সোমবারও ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় অর্ধশত অটো ও মোটর সাইকেল আটক করে জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে দেওয়া এক হিসাবে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলা থেকে আসা মানুষের মধ্যে ১ হাজার ৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ ছাড়াও, চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন আরও ৬ জন।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌ বাহিনী ও কোস্টগার্ড নিয়ে কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে ঘরে থাকা অসহায় ও দিনমজুর পবিরার খুঁজে খুঁজে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি।’

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago