পাবনায় ত্রাণের ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

UP_Chair_Pabna
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সরদারকে (৬০) সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার রাত ৯টার দিকে বাঁধেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কোরবান আলী সরদার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন, কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় তার গুদামে মজুদ করেছেন— এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যান র‌্যাব সদস্যরা। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয় এবং তার গুদাম থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Over 290 killed as Air India Dreamliner crashes into Ahmedabad college hostel

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

9h ago