রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলী হোসেন ওরফে টিটু (২৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের ভাষ্য, গত ১ এপ্রিল রাতে মোহাম্মদপুরে ও ৫ এপ্রিল রাতে খিলগাঁওয়ে যে দুটি ফার্মেসিতে ডাকাতি হয়েছিল, সে ঘটনার মূলহোতা ছিলেন টিটু।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) গোলাম মোস্তফা রাসেল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গত ১ ও ৫ এপ্রিল দুইটি ফার্মেসিতে ডাকাতির ঘটনায় গত ১২ এপ্রিল পাঁচ জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাকাত দল আবারো বছিলা এলাকা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই খবরের ভিত্তিতে ডিবি পুলিশ গতকাল রাতে সেখানে অভিযান চালায়। সে সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ অবস্থায় টিটুকে পাওয়া যায়। টিটুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাম মোস্তফা রাসেল আরও জানান, শুধু দুটো ফার্মেসিতেই নয়, গত ১ এপ্রিল থেকে টিটু রাজধানীর বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করেছেন।
Comments