‘পাঁচফোড়ন’ জুড়েই থাকছে করোনা

আজ মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে করোনায় বন্দি নববর্ষ উদযাপন নিয়েই।
Panchphuran
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে করোনায় বন্দি নববর্ষ উদযাপন নিয়েই।

প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সম্পর্কে নানান সচেতনতামূলক আলোচনা, বিভিন্নজনের মতামত ও করণীয় সম্পর্কে আলাপ থাকবে। সঙ্গে থাকবে গান, নাটিকা ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।

‘পাঁচফোড়ন’র এবারের পর্বে মূল গান থাকছে দুটি। একটি গেয়েছেন এসআই টুটুল। নববর্ষকে নিয়ে গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাওরে...’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

এছাড়াও, দৃষ্টিপ্রতিবন্ধী আবদুল খোন্দকারের বিচিত্র বাঁশি বাজানো ছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বায়োস্কোপের ওপর থাকবে একটি তথ্যবহুল প্রতিবেদন।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago