রুশোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বার্সেলোনা

সাম্প্রতিক সময়ে একের পর এক নেতিবাচক কর্মকাণ্ডে সংবাদ শিরোনাম হচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কদিন আগেই বার্সেলোনার সহ-সভাপতি এমিলি রুশোসহ আরও পাঁচ বোর্ড পরিচালক পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর দুর্নীতির অভিযোগ করে বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকে পদত্যাগ করে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রুশো। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি বার্সেলোনা বোর্ড। তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
barcelona
ছবি: এএফপি

সাম্প্রতিক সময়ে একের পর এক নেতিবাচক কর্মকাণ্ডে সংবাদ শিরোনাম হচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কদিন আগেই বার্সেলোনার সহ-সভাপতি এমিলি রুশোসহ আরও পাঁচ বোর্ড পরিচালক পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর দুর্নীতির অভিযোগ করে বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকে পদত্যাগ করে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রুশো। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি বার্সেলোনা বোর্ড। তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

এক বিবৃতিতে ক্লাব থেকে জানানো হয়েছে, 'ক্লাবের সাবেক সহ-সভাপতি মিঃ এমিলি রুশো কর্তৃক গণমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাত্কারে অনেক গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন। ক্লাবের পরিচালনা পর্ষদ এ ধরণের অপবাদ প্রত্যাখ্যান করছেন যা দুর্নীতি হিসাবে চিহ্নিত হতে পারে এবং সে অনুসারে ফৌজদারি ব্যবস্থা আনতে সম্মত হয়েছেন। ফুটবল ক্লাব বার্সেলোনা এমন অভিযোগ সহ্য করতে পারে না যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ক্লাব এবং এর কর্মচারীদের সম্মান রক্ষায় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাতেই চলমান সমালোচনার অবসান হবে।'

এদিকে ছয় পরিচালক পদত্যাগ করায় নতুন করে বোর্ড সাজিয়েছেন বার্তেমেউ। রুশর জায়গায় নতুন সহ-সভাপতি হিসেবে জর্দি মইক্সকে নিয়োগ দেওয়া হয়েছে। সহ-সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাউ ভিলানোভাকেও। কমার্শিয়াল অংশের সহ-সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে ওলিওল টমাসকে। মার্তা পালানা বোর্ড ডিরেক্টরদের সেক্রেটারি এবং দাভিদ বেলিভারকে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।

তবে সবমিলিয়ে ঝামেলা যেন পিছুই ছাড়ছে না বার্সেলোনার। ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদাল সাবেক কোচ এরনেস্তো ভালভার্দেকে বরখাস্ত করা নিয়ে খেলোয়াড়দের দোষ দেওয়ায় তার মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর বার্তেমেউ নিজের ভাবমূর্তি বাড়াতে দলের বর্তমান ও সাবেক অনেক খেলোয়াড়-কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটাতে একটি প্রতিষ্ঠানকে ভাড়া করেছেন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি করোনাভাইরাসের ফলে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় মেসিদের বেতন-ভাতা কাটা নিয়েও নানা গুঞ্জন উঠে আসে। পারিশ্রমিক কম নিতে খেলোয়াড়দের বার্সা বোর্ডের পক্ষ থেকে চাপ দেওয়ার খবর বেরিয়েছিল। কিন্তু সেসব বাতিল করে ৭০ শতাংশ বেতন কম নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেসিরা। এরপর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এর প্রতিবাদ করে বিবৃতি দিয়েছিলেন মেসি।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago