করোনার লক্ষণ নিয়ে বান্দরবানে ১ জনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে আজ সকালে ৪০ বছর বয়সী একজন মারা গেছেন।
লামার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদুল হক বলেন, ‘মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।’
এ ছাড়া, মৃত ব্যক্তির স্ত্রী ও ভাইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল জানান, নিয়ম মেনে মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তি কোনো বিদেশফেরতের সংস্পর্শে এসেছিলেন এমন তথ্য নেই।
মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-জান্নাত।
Comments