বরিশালে বাসদের ত্রাণ সহায়তার সঙ্গে ইলিশ

বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ত্রাণ সহায়তায় ইলিশ মাছও দিয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘বৈশাখী মানবতা বাজার’ আয়োজন থেকে বিত্তহীনদের ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বাসদের বরিশাল জেলা ও মহানগর শাখা তাদের ফকিরবাড়িস্থ কার্যালয়ে এই আয়োজন করে।
বাসদের পক্ষ থেকে জানান হয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ৭০ জনের হাতে আজ বৈশাখী মানবতার বাজার তুলে দেয়া হয়েছে।
বাজার নিতে আসা অনেকেই ইলিশ পেয়ে খুশির কথা জানিয়েছেন।
বাসদ জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন জানান, ‘আমরা মানবতার বাজার থেকে দরিদ্রদের বিনামূল্যে সংসারের একদিনের প্রয়োজনীয় সবকিছু গত এক সপ্তাহ যাবৎ দিয়ে আসছি। নতুন বছরে এই অসহায় মানুষরাও একটু হলেও বর্ষবরণের স্বাদ পায়, সেজন্য তাদের এই সহায়তার সঙ্গে ইলিশ মাছ ও মুড়ি দেওয়া হচ্ছে। আমরা এর নাম দিয়েছি বৈশাখী মানবতার বাজার।’
সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, ‘এই বাজারে চাল, ডাল, তেল, লবণ ছাড়াও ছয় জনের পরিবারের সবজি এমনকি কিছু সাধারণ ওষুধও দিচ্ছি। তবে যেহেতু এই মানুষগুলো প্রায় কখনই ইলিশ মাছ কিনে খেতে পারেন না, সেহেতু বর্ষবরণের প্রথম দিন তাদের প্রত্যেককে একটি করে ইলিশ মাছ দেওয়া হয়েছে।’ তিনি জানান, সামাজিক দূরত্ব বিধি মেনেই এই কার্যক্রম চালানো হচ্ছে।
Comments