মুন্সিগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতদের একজন মাসুদ (৩৪)। অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, শরীয়তপুরের গোসাইরহাট এলাকা থেকে ডাকাতরা ডাকাতি করে মুন্সিগঞ্জে ফিরে আসার সময় দুপুর সাড়ে ১২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ডাকাতি করে মুন্সীগঞ্জে ফিরে আসার তথ্য পেয়ে মাওয়া ফেরি ঘাটে নজর রাখে র্যাব সদস্যরা।
তিনি আরও জানান, ডাকাতরা ফেরি ঘাট পার হওয়ার পর পালাতে সক্ষম হলেও র্যাব শ্রীনগরের বেজগাঁও এলাকায় তাদের বহন করা অটোরিকশা ধাওয়া করে। অটোরিকশার ভেতরে থাকা ব্যক্তিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বন্দুকযুদ্ধের সময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে ডাকাতি করে নিয়ে আসা কিছু স্বর্ণালঙ্কার, একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
Comments