জাতীয় সেবার হটলাইনে নারী কর্মীদের উত্ত্যক্তকারী গ্রেপ্তার
আইইডিসিআরসহ দেশের বিভিন্ন জাতীয় সেবার হটলাইন নম্বরে নারী কর্মীদেরকে উত্ত্যক্তকারী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার ক্রাইম ইউনিট। কুষ্টিয়া শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সাইবার ক্রাইম) খাইরুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, সিআইডি ও কুষ্টিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর অপরাধের স্বীকার করেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, সে হটলাইন নম্বরগুলোতে বারবার ফোন দিত। কোনো নারী ফোন ধরলেই, সে অশালীন কথাবার্তা বলত।
এর আগে, এ বিষয়ে রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় বলে জানান তিনি। ওই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Comments