ময়মনসিংহ লকডাউন

করোনাভাইরাসের বিস্তার রোধে ময়মনসিংহকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, জেলার ভেতরে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া, জেলায় বাইরে থেকে জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বের হওয়া নিষিদ্ধ। লকডাউনের মধ্যে জেলার ভেতরে আন্তঃউপজেলা চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া, জনসমাগম এড়ানোসহ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে আগের নির্দেশনা জারি থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করে বলা হয়, সন্ধ্যা ছয়টার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments