ট্রাকে রাজশাহী ফিরে করোনায় আক্রান্ত
ট্রাকে অনেকের সঙ্গে বাড়ি ফিরে করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহীর এক গৃহবধূ। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত নারী।
রাজশাহীর পুঠিয়ার ঐ গৃহবধূ স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকতেন। তার স্বামী একটি পোশাক কারখানায় কাজ করলেও, করোনা প্রাদুর্ভাবের আগে থেকেই তিনি নারায়ণগঞ্জের বাড়িতেই ছিলেন।
পুঠিয়ায় কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি নিজেই ঐ গৃহবধূর সঙ্গে কথা বলেছেন। গত ১০ এপ্রিল ঐ গৃহবধূ স্বামীর সঙ্গে একটি ট্রাকে করে পুঠিয়ায় তার স্বামীর বাড়িতে যান। ঘটনা জানাজানি হলে স্থানীয় কর্তৃপক্ষ তাদের দুজনকে বাড়ির বাইরে আসতে নিষেধ করে এবং তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।
ডা. নাজমা আরও জানান, আজ সন্ধ্যায় জানা যায় ঐ গৃহবধূ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার স্বামী করোনায় সংক্রমিত হননি বলে জানা গেছে পরীক্ষার ফলাফলে।
গত ৬ এপ্রিল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজশাহীতে আগমন ও প্রস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু করোনা আক্রান্ত ঐ গৃহবধূ ও তার স্বামী নিষেধাজ্ঞার ভিতরেই ট্রাকে করে বাড়ি ফিরতে সক্ষম হন।
এর আগে রাজশাহীর পুঠিয়া ও বাগমারাতে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তারা দুজনেই পুরুষ এবং তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে গিয়েছিলেন।
আজ সকাল ১০টায় রাজশাহীর জেলা প্রশাসক একটি গণবিজ্ঞপ্তিতে সকাল ১০টা থেকে জেলাকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করেন।
Comments