বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান বন্ধের নির্দেশ ট্রাম্পের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিলে অর্থ দেওয়া বন্ধ রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Donald Trump.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিলে অর্থ দেওয়া বন্ধ রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ডব্লিউএইচও মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

জাতিসংঘের এই সংস্থার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে ট্রাম্প বলেছেন, ‘চীনে করোনার প্রকোপ দেখা দেওয়ার পরও তা গোপন করেছিল ডব্লিউএইচও। এ কারণে সংস্থাটিকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।’

এর আগে, ডব্লিউএইচও’কে চীনের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, ‘ডব্লিউএইচওকে সহায়তা বন্ধ করার এখন সময় নয়।’

এককভাবে ডব্লিউএইচও’র সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ডব্লিউএইচও’র ফান্ডে ৪০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে, যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশের কাছাকাছি।

যেখানে ২০১৮-১৯ অর্থবছরে ডব্লিউএইচও’র ফান্ডে সবমিলিয়ে ৮৬ মিলিয়ন ডলার দিয়েছে চীন।

করোনাভাইরাস মহামারি মোকাবিলার জন্য গত মার্চে দাতা দেশগুলোর কাছে ৬৭৫ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানায় ডব্লিউএইচও। এ ছাড়াও, কমপক্ষে ১ বিলিয়ন ডলার নতুন অনুদান প্রাপ্তির আবেদন নিয়েও ডব্লিউএইচও পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এর আগে, ডব্লিউএইচও’র প্রেসিডেন্ট টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেছিলেন, ‘কোভিড-১৯ মহামারি প্রতিরোধে আমেরিকা তার কর্তব্য যথাযথভাবে পালন করছে কী না, তা নিয়ে আমাদের সন্দেহ ও উদ্বেগ আছে।’

করোনা মহামারিতে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪০৭ জনে এবং মারা গেছেন ২৬ হাজার ৪১ জন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

29m ago