করোনায় মৃত প্রবাসীর স্ত্রীও করোনা আক্রান্ত
নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি প্রবাসীর স্ত্রীও করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাকে এখন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম।
ডা: মাইনুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার সোনাপুরের চাঁদপুর গ্রামের ওই ইতালি প্রবাসীর মৃত্যুর পর তার পরিবারের ১৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। যার মধ্যে ৮ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে শুধু ওই নারীর করোনা প্রজেটিভ ও ৭ জনের নেগেটিভ শনাক্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। তাকে সোনাইমুড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. ফারজানা আক্তারের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’
গত ৯ এপ্রিল সকালে ঢাকা নেওয়ার পথে ওই ইতালি প্রবাসীর মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ১১ এপ্রিল শনিবার দুপুরে আইইডিসিআর থেকে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর তার স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।
Comments