শতাধিক দরিদ্র পরিবারকে নিজের তৈরি মাস্ক দিলেন দর্জি সাইফুল

দর্জি সাইফুল ইসলাম। ছবি: স্টার

যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি গাজীরঘাট রোডের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন হতদরিদ্র দর্জি সাইফুল ইসলাম। গত দুদিন ধরে নিজের তৈরি এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করেছেন তিনি।

দর্জি সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে করোনা মহামারি রোধে অংশ নিচ্ছি। কিছু মানুষকে বিনামূল্যে মাস্ক দিতে আমিও খুশি। মানুষের পোশাক তৈরির পর অতিরিক্ত থাকা কাপড় দিয়েই এসব মাস্ক বানাচ্ছি।’

স্ত্রী ও তিন সন্তান নিয়ে টানাটানির সংসার তার। এলাকার জনপ্রতিনিধিরা কয়েকবার তার ভোটার আইডি কার্ড নিয়ে গেলেও এখনো কোনো খাদ্য সামগ্রী পাননি। এ জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

22m ago