ঢাকায় সাড়ে ৪ হাজার বেড প্রস্তুত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাক্রান্তদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় সাড়ে ৪ হাজার বেড প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার এবং দিয়াবাড়িতে ১২০০ বেড প্রস্তুত করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনও ১৩০০ বেড প্রস্তুতে কাজ চলছে। সব মিলিয়ে রাজধানীতে সাড়ে চার হাজার বেড প্রস্তুত করা হচ্ছে।’
করোনা পরীক্ষায় সারা দেশে ২০টি ল্যাব চালু করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানান। তিনি বলেন, ‘পরীক্ষা করুন। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।’
আরও পড়ুন:
Comments