টাঙ্গাইলে আরও ২ জন করোনা আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে আরও দুজন করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো নয় জনে।
আজ বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে রাত ১০টার দিকে দুইজনের করোনা পজেটিভ থাকার কথা ফোনে জানানো হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
এর আগে টাঙ্গাইলে সাত জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়।
Comments