নারায়ণগঞ্জে আরও ১ সাংবাদিক করোনায় আক্রান্ত
রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সকাল বার্তার প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু (৪০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে দুজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার সকালে নিজের ফেসবুকে করোনায় আক্রান্তের খবর জানান রাজু। এতে তিনি সকালের কাছে দোয়া চেয়েছেন।
এরপর রাজুর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজুর ছোট ভাই মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমেরী ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গত ৮ থেকে ১০দিন ধরে রাজু জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। পরে তিনি স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নেন। ৫ দিন আগে আরও অসুস্থ হলে আইইডিসিআর’র প্রতিনিধিরা বাসায় এসে তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার সন্ধ্যায় আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তবে তিনি অসুস্থ হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন।
তিনি আরও জানান, বর্তমানে রাজু আইডিসিআর’র পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছেন। এতে আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন।
পেশাগত দায়িত্বপালনের জন্য সাংবাদিক রাজুকে বিভিন্ন স্থানে যেতে হয়েছিল। ধারণা করা হচ্ছে, এভাবেই তিনি আক্রান্ত হয়েছেন।
এর আগে, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক শীতলক্ষ্যার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দিপু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে যান।
Comments