নাটোরে ১৭১ বস্তা চালসহ ডিলার আটক

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। সেসময় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আসাদুজ্জানকে আটক করা হয়। ছবি: স্টার

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়। সেসময় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আসাদুজ্জানকে আটক করে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ‘ডিলার আসাদুজ্জান খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোডাউনে না রেখে অবৈধভাবে সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসে রেখেছে। কোন অজুহাতেই ডিলার এসব চাল অন্য কোন যায়গায় রাখতে পারবে না। ডিলারের নিশ্চয় সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্য ছিল।’

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বলেন, ‘ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশনা দিয়েছি পুলিশকে।’ তবে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের গাফলতির কারণে এসব অনিয়ম বন্ধ করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

সিংড়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুস সালাম বলেন, ‘ডিলারের ১৭১ বস্তা চাল বিতরণ বাকি আছে। সেই হিসাবে তার মজুদ ঠিক আছে। তবে যেখান থেকে চাল পাওয়া গেছে তা বৈধ গোডাউন না হলেও অনেকদিন ধরে সেখানেই তিনি চাল মজুদ রাখেন।’

Comments