খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ
খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছেন করোনার প্রভাবে কর্মহীন কয়েকশ মানুষ। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পুলেরহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহায়তা দিলেও সবার কাছে তা পৌঁছাছে না। একাধিকবার জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে গিয়েও খাদ্য সহায়তা পাচ্ছেন না।
তাদের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান তাদের সরকারি সহায়তা না দিয়ে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি তাদের।
এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা।
Comments