চাল চুরিতে অভিযুক্তের পক্ষে তদবির করায় উপজেলা আ. লীগ সভাপতিকে অব্যাহতি
ত্রাণের চাল চুরির ঘটনায় গ্রেপ্তার পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে রক্ষার চেষ্টা করায় দল থেকে অব্যাহতি পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন।
মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স তাকে বহিষ্কার করার কথা জানান। লিখিত বিবৃতিতে তারা জানান, কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশে দলীয় সব পদ থেকে কোরবানকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে ত্রাণের ২২৯ বস্তা চাল বিক্রির সময় কোরবানকে হাতেনাতে আটক করে র্যাব। এই ঘটনাকে ‘প্রশাসনের ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে কোরবানের মুক্তির জন্য আব্দুল বাতেন তদবির করছিলেন।
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীরও অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি কোরবান আলীর জামিনের দাবিতে নেতাকর্মীদের নিয়ে পাবনা আদালতে আসেন। তিনি বলেন, ত্রাণ সামগ্রীর নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান চালের বস্তা ইউনিয়ন পরিষদে না রেখে নিজ গুদামে মজুদ করছিলেন। তার আত্মসাতের উদ্দেশ্য ছিল না। কোনো একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, কোরবান আলী ভিজিডি ত্রাণের চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে না রেখে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুদাম ঘরে মজুদ করেছিলেন। গোপন সূত্রে এই কথা জানতে পেরে অভিযান চালানো হয়।
Comments