করোনা রোগী আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবী পরিচয়ে লুট
সাভার পৌর এলাকায় স্বেচ্ছাসেবী পরিচয়ে বাড়িতে ঢুকে করোনা রোগী আখ্যা দিয়ে লুটের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার পৌর এলাকার বাড্ডা ছায়াবিথী মহল্লার আব্দুর রহমান (৩৬) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ ৮০ হাজার টাকা লুট, আসবাবপত্র ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছেন আব্দুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বেচ্ছাসেবক পরিচয়ে ১৫-২০ জনের একটি দল তার বাড়িতে ঢোকে। এসময় তাদের সবার মুখে মুখোশ, হাতে হ্যান্ডমাইক ও লাঠিসোটা ছিল। আব্দুর রহমানকে করোনা রোগী আখ্যা দিয়ে নগদ ২ লাখ টাকা দাবি করে তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্দুর রহমানকে মারধর শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা ৮০ হাজার টাকা নিয়ে একটি পিকআপে করে পালিয়ে যায় তারা।
আব্দুর রহমান বলেন, ‘করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল লাঠিসোটা হাতে ঘুরে বেড়ায়। কিন্তু দিন-দুপুরে স্বেচ্ছাসেবক সেজে এভাবে বাড়িতে ঢুকে কেউ লুটপাট করতে পারে তা ভাবতেও পারিনি।’
স্থানীয় এক বাসিন্দা জানান, ‘দুর্বৃত্তরা ১৫-২০ জন ছিল। তারা আব্দুর রহমানের বাসায় ঢুকে করোনা করোনা বলে মারধর শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে যোগাযোগ করলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ দ্য ডেইলি স্টারকে বলেন, তারা এই বিষয়ে জেনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার কথা বলা হয়েছে।
Comments