সিলেটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
সিলেট শহরে করোনা উপসর্গ নিয়ে ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
জানা গেছে, শিশুটির মধ্যে কয়েকদিন ধরে করোনার উপসর্গ ছিল। পরে আজ সকালে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা সন্দেহে সেখানকার চিকিৎসকরা তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠায়। কিন্তু, পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা পরীক্ষার জন্য শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি দাফনে যে নিয়ম, তা মেনেই শিশুটিকে দাফন করা হবে।’
Comments