বেনাপোল দিয়ে ফিরেছেন আরও ৭৭ বাংলাদেশি
ভারতে চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া আরও ৭৭ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭৭ জন বাংলাদেশি বেনাপোল ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘গতকাল ৭৭ জন যাত্রী দেশে ফিরেছেন। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে, যার মরদেহ নিয়ে আসা হয়েছে। গত ৬ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই জনের মরদেহ দেশে আনা হয়েছে।’
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল বলেন, ‘গত ৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত ৪৭৭ জন বাংলাদেশি ভারত থেকে দেশে এসেছেন। তাদের সবাইকে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার ও যশোর–বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার একটি মাদ্রাসায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
Comments