যশোরে চিকিৎসা না পেয়ে কোয়ারেন্টিনে কিডনি রোগীর মৃত্যু
যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক কিডনি রোগী ডায়ালিসিস সেবা না পেয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান যশোর চৌগাছা উপজেলার আলমগীর কবীর (৪৫)।
গত ১১ এপ্রিল ভারত থেকে কিডনি চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ওবায়দুল কাদের উজ্জ্বল জানান, ডায়ালিসিসের প্রয়োজন থাকলেও যশোর জেনারেল হাসপাতালে এর ব্যবস্থা নেই। আলমগীরের জীবন বাঁচাতে ডায়ালিসিস সুবিধা রয়েছে এমন দুটি বেসরকারি হাসপাতাল কুইন্স ও ইবনে সিনার সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি জানান, হাসপাতালগুলো রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট চায়। পরে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ রোববার রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে খুলনায় পরীক্ষার জন্য পাঠায়। সেখান থেকে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন আসে তাতে আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত নন বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়। রাতেই ওই প্রতিবেদন হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন পেয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে রোগীর ডায়ালিসিস করবে বলে জানায়।
তবে তার আগেই বৃহস্পতিবার ভোরে মারা যান আলমগীর।
Comments