গোপালগঞ্জের মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের দুজন সহকারী উপপরিদর্শক ও আট জন কনস্টেবল বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক নব কুমার।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান জানান, ‘মুকসুদপুর থানার ২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’

তিনি জানান, আক্রান্তদের মুকসুদপুর ডিগ্রী কলেজে আইসোলেশনে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের মধ্যে ১০

পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

পুলিশ সদস্য ছাড়া সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও কোটালীপাড়ায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, বলে জানান তিনি।

গত ৬ এপ্রিল জ্বর নিয়ে মুকসুদপুর থানার এক কনস্টেবল ছুটিতে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়ার পর নমুনা সংগ্রহ করা হলে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়।

 

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago