চট্টগ্রামে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন
চট্টগ্রামের কর্ণেরহাট এলাকায় ত্রাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নগরীর বস্তির বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টাক থেকে উত্তর কাট্টলী ও মনছুরাবাদ এলাকার কয়েকটি বস্তির প্রায় এক হাজার নিম্ন আয়ের মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
তিন বছরের মেয়েকে নিয়ে ত্রাণের জন্য মানববন্ধনে অংশ আমেনা বেগম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৩ নং উত্তর কাট্টলী ওয়ার্ডকে সবচেয়ে বেশি নিম্ন আয়ের মানুষ থাকে। এখানে প্রতিদিন ত্রাণ দেয় মাত্র ৩০০ জনকে। আমি গত তিনদিন আমার মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়েও ত্রাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আগে বাসা-বাড়িতে কাজ করে চলতাম। এখন কাজ নাই। রাস্তায় মানুষের কাছে হাত পাতবো সে সুযোগও নাই। তাই ত্রাণের জন্য বাধ্য হয়ে এখানে এসেছি।’
চট্টগ্রাম আকবর শাহ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ এলাকার বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। ফলে যে পরিমাণ ত্রাণ আসে তা সবাইকে একসঙ্গে দেওয়া সম্ভব না। ফলে যারা ত্রাণ পাচ্ছে না তারা ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে। পরবর্তীতে তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।’
তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে এ এলাকাকে তিন ভাগে ভাগ করে ত্রাণ দিচ্ছেন। আজ ৩৫০ পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য পাঁচ কেজি চাল ও দুই কেজি আলু দেওয়া হয়েছে।
স্থানীয় কিছু মানুষের ইন্ধনে বস্তিবাসীরা মানববন্ধনে অংশ নিয়েছিল বলেও দাবি করেন তিনি।
Comments