নারায়ণগঞ্জে ৫ দোকান ও ১৮ ব্যক্তিকে জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম ও আইন লঙ্ঘনের অপরাধে নারায়ণগঞ্জ শহরের দুই ফার্মেসিসহ পাঁচ দোকান ও ১৮ জনকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকালে র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সাড়ে ১০ টায় শহরের চাষাঢ়ায় ওই অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু পাঁচটি প্রতিষ্ঠান ও ১৮ জনকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
প্রতিষ্ঠানগুলো হলো- সুগন্ধা বেকারি, আদি ফুডল্যান্ড বেকারি, ফুডল্যান্ড বেকারি, লাজ ফার্মা ও রনি ফার্মেসী। তবে, ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই প্রতিষ্ঠানগুলো করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় এবং নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে জরিমানা করা হয়েছে।
Comments