খাগড়াছড়িতে ঘরমুখো মানুষের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫

খাগড়াছড়ির মানিকছড়িতে চট্টগ্রাম থেকে আসা পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
ছবি; সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে চট্টগ্রাম থেকে আসা পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- সুমিতা দেওয়ান (২১), শান্তি প্রিয় চাকমা (২২), শিউলি চাকমা (১৬), রিতা চাকমা (১৯) ও রিমা চাকমা (১৯)।

ঘটনাস্থলে থাকা এক পোশাক শ্রমিক জানিয়েছেন, ‘চট্টগ্রামে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০০০ পোশাক শ্রমিক বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু পুলিশ মানিকছড়ি নয়া বাজার চেকপোস্ট এলাকায় বাধা দেয়।’  

তিনি বলেন, ‘আমরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।’

আহতরা জানান, ‘আমাদের গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। মালিক আমাদের বেতন দেয়নি। কীভাবে আমরা চট্টগ্রামে টিকে থাকব?’

‘প্রশাসনকে বলেছি বাড়িতে গিয়ে আমরা হোম কোয়ারেন্টিনে থাকব, তারপরেও তারা আমাদের যেতে দিচ্ছে না,’

‘আমাদের কেন নির্দয়ভাবে পেটানো হলো। আমরা এর বিচার চাই।’

অভিযোগ নাকচ করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি বলেন, 'আমরা কাউকে মারিনি বরং আমরা স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুসরণ করছি।'

তিনি বলেন ‘স্থানীয় প্রশাসন আমাদের খাগড়াছড়িতে কাউকে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে।’

যোগাযোগ করা হলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা খাগড়াছড়িতে কাউকে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা মানিকছড়ি এলাকায় আটকা পড়া লোকদের চট্টগ্রাম ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

‘আমরা তাদের পর্যবেক্ষণ করছি এবং উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব,’ বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago