বেনাপোল দিয়ে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি

ভারতে চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া আরও ৫৭ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ৫৭ জন বাংলাদেশি বেনাপোল ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল রাত পর্যন্ত ভারত থেকে ৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে একজন মারা গেছেন, অর্থাৎ, তার মরদেহ আনা হয়েছে। গত ৬-১৬ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ, ১১ দিনে ভারতে আটকে পড়া ৫৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এসব বাংলাদেশিরা চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ শেষে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের তত্ত্বাবধানে সেখানকার পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এসেছেন। ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মণ্ডল জানিয়েছেন, গতকাল আসা ৫৭ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বেনাপোল কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৬ এপ্রিলের পর থেকে যারা ভারত থেকে দেশে ফিরেছেন, তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। তবে, এদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত, তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
গত ৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত ভারত থেকে আসা ৫৪৪ জনকে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার ও যশোরে একটি মাদ্রাসায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Comments