বিভিন্ন নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদের ছুটি বাতিল
করোনাভাইরাস মোকাবিলায় বিএসসি নার্সিং, পাবলিক হেলথ নার্সিং ও মাস্টার্স ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদের শিক্ষা ছুটি বাতিল করে স্ব স্ব কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায়, আগামী ২০ এপ্রিল বিভিন্ন নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদেরকে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
দেশে চলমান করোনাভাইরাস সংক্রমণ সংকট মোকাবিলায় ও হাসপাতালগুলোতে নার্সিংসেবা বৃদ্ধির লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন মাস্টার্স ইন নার্সিং সায়েন্স (এমএসএন), মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) এবং বিএসসি নার্সিং ও বিএসসি পাবলিক হেলথে অধ্যয়নত সব নার্স ছাত্র-ছাত্রীদের ছুটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাতিলের কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়াও, সংশ্লিষ্ট সেবা তত্ত্বাবধায়ক ও উপতত্ত্বাবধায়কদেরকে সব অধ্যয়নত নার্স ছাত্র-ছাত্রীদের যোগদান নিশ্চিত করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ইমেইলের মাধ্যমে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
Comments