শীর্ষ খবর

মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের ছোড়া গুলিতে শহিদ (৩০) নামে এক যুবক নিহত ও তার বন্ধু মঈন উদ্দিন (৩২) আহত হয়েছেন। আজ শুক্রবার কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
gun fight
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের ছোড়া গুলিতে শহিদ (৩০) নামে এক যুবক নিহত ও তার বন্ধু মঈন উদ্দিন (৩২) আহত হয়েছেন। আজ শুক্রবার কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাত পৌনে ১০টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শহিদ কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। মঈন উদ্দিনের বাড়ি ওই গ্রামে।

আলমগীর হোসেন মজুমদার বলেন, মন্ত্রীর গানম্যান সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমার নেশাগ্রস্ত অবস্থায় কিংবা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিশোর কুমারের বাড়ি কুতুবদিয়া গ্রামে। তার বাবার নাম নারায়ণ কুমার। নিহত ও আহত যুবক তার বন্ধু ছিল বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। শহিদের বুকের ডান পাশে গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঈনের পেটের এক পাশে গুলি লেগেছে। বর্তমানে তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, ঘটনার সময় গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে কিশোর পালিয়ে যায়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধমন্ত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোরকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। সে ব্যক্তিগত কাজে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে পিস্তল কীভাবে নিলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Comments

The Daily Star  | English

TCB fails to unload 90 tonnes of imported onions at Benapole

Amid surging prices of onions throughout the country, 90 tonnes of onions are waiting to be unloaded after imports from India through Benapole port five days ago

42m ago