লক্ষ্মীপুরে আরও ১৭ করোনা রোগী শনাক্ত
লক্ষ্মীপুরে নতুন করে আরও ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার দ্য ডেইলি ষ্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে মোট ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে গতকাল শনাক্ত হয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে রামগঞ্জ উপজেলায় ১৩ জন, কমলনগর উপজেলায় ৩ জন ও লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ জন আছেন।
রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার জানান, গতকাল রাতে নমুনা সংগ্রহের ফলাফলে এই উপজেলায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের একই পরিবারের ৯ জন আছেন।
এ ছাড়াও, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চার জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের সবাইকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে গত সোমবার সকাল ৬টা থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
Comments